ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল

ঢাকা: বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাজধানীতে পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় মিছিলটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়।

‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল’ শিরোনামে ঢাকা-১২ নির্বাচনী এলাকার মানুষরা জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে কৃষিবিদ ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভার শুরুতে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পরে দেশাত্ববোধ গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে পতাকা মিছিল’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ২৫শে মার্চ ফার্মগেটে মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেডের নেতৃত্বদানকারী প্রতিরোধযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, আসাদুজ্জামান খান, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভাকে গার্ড অব অনার প্রদানকারী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দীন আহমদ বীরবিক্রম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটির গীতিকার বীর মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।