ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বাসের ধাক্কায় বাইক থেকে পড়ে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে হাসিবুল হাসান শান্ত (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

শান্ত কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি সুপার স্টার ইলেকট্রিক কোম্পানিতে কাশিয়ানী উপজেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

কাশিয়ানীর ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানিয়েছেন, শান্ত কাশিয়ানী থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জ শহরের আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে তার মাথা ফেটে যায় এবং হাত-পা ভেঙ্গে যায়। এ অবস্থায় তাকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর এক যুবক আহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।