ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

৮০০ শীতার্ত মানুষ পেল বসুন্ধরার কম্বল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
৮০০ শীতার্ত মানুষ পেল বসুন্ধরার কম্বল

কুড়িগ্রাম: বসুন্ধরা গ্রুপের সহায়তায় কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া এবং ধরলা নদীর বিভিন্ন চরের ৮০০ অতিদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
 
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ও কালেরকণ্ঠ শুভসংঘের সহযোগিতায় দাসিয়ারছড়ায় ৪০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

পরে রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধরলা নদীর বিভিন্ন চরের ৪০০ অতিদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।  

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দা স্বামীহারা ও নিঃসন্তান আছমা বেগম (৬৫) অন্যের বাড়িতে কাজ করে অতিকষ্টে দিনাতিপাত করছেন। শীতে শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকার পর বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে আবেগে অশ্রুসিক্ত নয়নে আছমা বেগম বলেন, ‘শীত আইসছে খ্যাতা নাই, বিছনা নাই, ঘর নাই। কষ্টের শ্যাষ নাই, কম্বল খান দিয়া একনা আরামে নিন্দ (ঘুম) পাইরব্যার পামো বাহে। ’

ফুলবাড়ী উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসা মাঠে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুব রহমান সুমন, রাবাইটারী এসবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ, সমাজকর্মী জাকির হোসেন, রাবাইটারী মহিলা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এনামুল হক বসুনিয়া, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, ফুলবাড়ী উপজেলা শুভসংঘের সভাপতি প্রভাষক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নুরুন্নবী মিয়াসহ শুভসংঘের সদস্যরা।  

পরে রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধরলা নদীর বিভিন্ন চরের ৪০০ অতিদরিদ্র, বিধবা ও প্রতিবন্ধীদের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন- হলোখানা এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষক আমজাদ হোসেন, ইউপি সদস্য ছাইয়েদুল হক, কাগজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম সরদার, খবির উদ্দিন, মাদরাসা শিক্ষক গোলাম রব্বানী, ওবায়দুল সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।