ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবিতে মোমবাতি প্রজ্বলন  শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে ইবিতে মোমবাতি প্রজ্বলন

ইবি: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া মহান বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

রোববার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সৌধ ও মৃত্যুঞ্জয়ী মুজিবে এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে প্রশাসন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- সহকারী প্রক্টর ড. মোরশিদ আলম, সাজ্জাদুর রহমান টিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯১৬ , ডিসেম্বর ১৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।