ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ইউপি মেম্বারকে কুপিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
নবাবগঞ্জে ইউপি মেম্বারকে কুপিয়ে জখম

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউপি মেম্বার নাসির মোল্লাকে কুপিয়ে জখম করেছে শহিদুল নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৬ টায় উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে এ ঘটনা ঘটে।

নাসির মোল্লা হরিষকুল গ্রামের আনছার মোল্লার ছেলে। তিনি যন্ত্রাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার। ঘাতক শহিদুল রংপুর পীরগাছা থানার আরাদি প্রতাপ বিষু গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শহিদুল শ্বশুর বাড়িতে গিয়ে হরিষকুল মোহাম্মদিয়া কওমি মাদরাসার রাস্তায় বেড়া দিচ্ছিলো। স্থানীয় মেম্বার নাসির মোল্লা বিষয়টি জানতে পেয়ে শহিদুলকে রাস্তায় বেড়া দিতে বারণ করেন। এ সময় দু’জনের মাঝে কথা কাটাকাটি হলে শহিদুল রেগে গিয়ে নাসিরের গলার বাম পাশে শাবল দিয়ে কোপ দেয়। এরপর নাসির চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিটফোর্ড হাসপাতালে পাঠান। সেখানে তার চিকিৎসা চলছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মৃতরঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আসামিকে উপজেলার শুরগঞ্জ থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।