ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবির থেকে ১৫ দুর্বৃত্ত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
রোহিঙ্গা শিবির থেকে ১৫ দুর্বৃত্ত আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪জন রোহিঙ্গা ও ১জন বাঙালি দুষ্কৃতিকারীকে আটক করেছে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন।
এ সময় একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, দুইটি তাজা  কার্তুজ, ১ হাজার ৯৫০পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর)  রাতে এ অভিযান চালানো  হয়।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মো. নাইমুল হক বাংলানিউজকে জানান, ক্যাম্পে  সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এপিবিএন-এর বিশেষ অভিযান চলমান রযেছে। এ অভিযানের অংশ হিসাবে এসব দুর্বৃত্তদের আটক করা হয়।

তিনি জানান, ১৫ জনের মধ্যে তিনজনকে ১টি অস্ত্র মামলায়, ৩ জনকে ২টি মাদক মামলায়, জেলে পাঠানো হয়।  অন্য নয় জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১ 
এসবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।