ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
ভাঙ্গায়  দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ প্রতীকী ছবি

ফরিদপুর: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্য আলম মোল্লা ও সাবেক সদস্য বাবর আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

জানা গেছে, গত ২৮ নভেম্বর ভাঙ্গায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হামিরদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে আলম মোল্লা নির্বাচিত হন। পরাজিত হন সাবেক ইউপি সদস্য বাবর আলী। আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই এ দু’পক্ষের বিরোধ ছিল। সম্প্রতি আলম পক্ষের কয়েকজন বাবরের পক্ষে যোগ দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে গত কয়েকদিন যাবত বেশি উত্তেজনা চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের কমপক্ষের ২৫ জন আহত হন। আহততের ১৬ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।