ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে ঢুকে বিএসএফের হামলা-ভাঙচুর, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বাংলাদেশে ঢুকে বিএসএফের হামলা-ভাঙচুর, আহত ২

লালমনিরহাট: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে বাংলাদেশিদের ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবাসী জানায়, সোমবার মধ্যরাতে সীমান্ত অতিক্রম করে উপজেলার পকেট গ্রামের নুরুল হক ওরফে নুরুল পরীর ছেলে আয়নাল হকের বসতবাড়িতে হামলা চালায় বিএসএফ-৪৭ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের একটি টহলদল। এ সময় তারা বাড়ির গেট ও ঘরের ভেড়া ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ করে চলে যায়। বাড়ির ঘুমন্ত লোকজন জীবন বাঁচাতে পালাতে গিয়ে আয়নালের মা মনোয়ারা বেগম ও শাশুড়ি আনো বেগম আহত হয়েছেন।

খবর পেয়ে বিজিবির-৬১ ব্যাটালিয়নের সিঙ্গিমারী ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পিছু হটে বিএসএফ সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান মো. শাহরিয়ার মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। আজ মঙ্গলবার লিখিত প্রতিবাদ জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।