ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সামরিক প্রশিক্ষণ নিতে শ্রীলঙ্কা-মালদ্বীপের পথে বাংলাদেশি যুদ্ধজাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
সামরিক প্রশিক্ষণ নিতে শ্রীলঙ্কা-মালদ্বীপের পথে বাংলাদেশি যুদ্ধজাহাজ

বাগেরহাট: সামরিক প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিএনএস আবু উবাইদাহ্’ শ্রীলঙ্কা এবং মালদ্বীপের উদ্দেশে রওনা করেছে।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে নৌবাহিনীর কর্মকর্তা ও দুই শতাধিক নৌসদস্য নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশে ‘বিএনএস মোংলা নৌঘাঁটি’ ত্যাগ করে জাহাজটি।

এ সময় নৌবাহিনীর ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এ এ মামুন চৌধুরী, নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা এবং নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুজ্জামান ‘বিএনএস আবু উবাইদাহ্’র অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই শুভেচ্ছা সফরের সমুদ্রযাত্রায় ‘বিএনএস আবু উবাইদাহ্’ প্রায় ৪ হাজার নটিক্যাল মাইল বা প্রায় ৭ হাজার ৫০০ কিলোমিটার সমুদ্রপথ পারি দেবে। প্রায় ৩ সপ্তাহের সফর শেষে আগামী ৫ জানুয়ারি যুদ্ধজাহাজটি দেশে ফেরার কথা রয়েছে।

সামরিক প্রশিক্ষণ এবং শুভেচ্ছা সফরে নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকদের দেশ দুটির নৌবাহিনীর কার্যক্রমসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা অর্জিত হবে। এ সফরে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম এদুটি দেশের সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।