ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশের খাদে নিখোঁজ রিকশাচালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
রাস্তার পাশের খাদে নিখোঁজ রিকশাচালকের মরদেহ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর শামীম খান নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে শহরতলীর নিচুপাড়া এলাকায় রাস্তার পাশের খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শামীম গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আজম খানের ছেলে।  
          
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম জানান, সোমবার সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শামীম। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজার পরও তাকে পাচ্ছিল না পরিবার। পরে মঙ্গলবার রাতে রাস্তার পাশের খাদে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি শামীমের বলে শনাক্ত করেন।  

দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শামীমকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।