ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস, শিশু শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস, শিশু শিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে দোলনায় খেলার সময় গলায় ফাঁস লেগে সেলিনা আক্তার বৃষ্টি (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।

 

বৃষ্টি ওই এলাকার কাঠ ব্যবসায়ী মো. সেলিমের একমাত্র মেয়ে এবং স্থানীয় দক্ষিণ জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোসল করার পর নিজেদের কাঠের ঘরের পাটাতনে কাপড়ের দোলনায় একা দোল খাচ্ছিল বৃষ্টি। এরপর তার মা গোসল শেষে ঘরে এসে খাবারের জন্য ডাকাডাকি করেন। তিনি কোথাও দেখতে না পেয়ে পাটাতনে গিয়ে বৃষ্টিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। বৃষ্টিকে সেখান থেকে উদ্ধার করে স্বজনরা নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।