ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অভিবাসী নারী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
অভিবাসী নারী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি

ঢাকা: নারী-পুরুষ সকল অভিবাসী শ্রমিকের মর্যাদা সমান এবং দেশে ও বিদেশে অভিবাসী নারী শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনটি এই দাবি জানায়।

মানববন্ধনে বিভিন্ন অভিবাসী ফেরত নারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় অভিবাসী গৃহশ্রমিকের কাজকে আন্তর্জাতিক শ্রমসংস্থার কনভেনশন ১৮৯ অনুযায়ী স্বীকৃতি দেওয়া; নারী শ্রমিকের মর্যাদা ও অধিকার মানবাধিকার হিসেবে গণ্য করা; এবং নারী অভিবাসী শ্রমিকদের কর্মঘণ্টা দৈনিক ৮ ঘণ্টা করা এবং নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময়ের কাজের মজুরি দ্বিগুণ করার কথা বলা হয়।

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, শিক্ষা ও ক্ষমতায়নের অভাব, অদক্ষতা, অসচেতনতা অভিবাসী নারী শ্রমিকদের অনেক পিছিয়ে রেখেছে। নারীরা বেশিরভাগ সময় পরিবারের বাইরে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের জন্য দালালের ওপর নির্ভরশীল থাকেন নারী অভিবাসীরা। আমাদের দেশের বেশিরভাগ সম্ভাব্য নারী অভিবাসীর বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে।

এদিন সংগঠনের পক্ষ থেকে আরও কিছু দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- বাংলাদেশের অভিবাসন ব্যয় পৃথিবীর সকল দেশের অভিবাসন ব্যয়ের তুলনায় বেশি, ফলে অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে অভিবাসন ব্যয় কমানো; অভিবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সার্বিক ব্যবস্থা ও মানবাধিকার নিশ্চিত করা; এবং অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা ও অবিলম্বে মাতৃত্বকালীন বেতনসহ ছয় মাস ছুটির ব্যবস্থা করা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এইচএমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।