ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
নারায়ণগঞ্জে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে বাবুল (৫২) নামের এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে বন্দর থানার কুশিয়ারায় পাইটাল খালপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

রংমিস্ত্রি বাবুল মিয়া বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার বাসিন্দা।  

এলাকাবাসী জানিয়েছেন, নিহত বাবুল পেশায় একজন রংমিস্ত্রি ও মাদকসেবী। তাদের ধারণা, তিনি সন্ধ্যায় অথবা রাতে মাদক সেবন করতে কুশিয়ারা পাইটাল খালপাড় এলাকায় আসেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হতে পারে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কুশিয়ারা এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে খালপাড় থেকে বাবুল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে নিহতের বড় ভাই আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা করার করার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।