ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাফলংয়ে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
জাফলংয়ে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় নিহত ২ ...

সিলেট: বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়ে পথেই ট্রাক চাপায় মারা গেলেন দুই যুবক।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট-তামাবিল সড়কের জাফলং গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলা সদরের মো. রহমত উল্লাহর ছেলে ইউসুফ আলী ও সোহেল আহমদ। তবে সোহেলের বিস্তারিত পরিচয় মিলেনি।

পুলিশ জানায়, ইউসুফ ও সোহেলসহ ছয় বন্ধু ৩টি মোটরসাইকেলে জাফলং ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে ফেরার পথে ইউসুফ ও সোহেল একই মোটরসাইকেলে করে রওনা দেন। জাফলং গুচ্ছগ্রাম এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। গুরুতর আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পর্যটকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজন হাসপাতালে মারা যান। মরদেহ দু’টির সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।