ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
চিরিরবন্দরে শীতার্তদের মধ্যে শুভসংঘের কম্বল বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর): দিনাজপুর জেলার চিরিরবন্দরে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শীতার্তদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।  

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় চিরিরবন্দর মাঝাপাড়া মেসার্স মা অটো মুড়ি মিল চাতালে চিরিরবন্দর উপজেলা শুভসংঘেল আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

 

চিরিরবন্দর শুভসংঘের সভাপতি মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উপদেষ্টা মো. সোহাগ গাজী, সহ-সভাপতি মো. মোস্তাকিম আল হাচনাত, মো. মনিরুজ্জামান রনি, সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সম্পাদক মো. শাহরিয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. নবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আহসানুল হাবিব জিহান, মো. মোরশেদ আলম, মো. মোবাশির আহমেদ নাসির, মো. জাফর ইকবাল, চঞ্চল রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।