ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ, ২৫২৮ যাত্রীর ভাড়াসহ জরিমানা আদায়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বিনা টিকিটে ভ্রমণ, ২৫২৮ যাত্রীর ভাড়াসহ জরিমানা আদায়

পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২ হাজার ৫২৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে। এসময় ২৪টি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটের ট্রেন যাত্রীর কাছ থেকে ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে।

 

রোববার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকে রোববার (১৯ ডিসেম্বর) ভোর পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন স্টেশন থেকে আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনে ব্লক চেকিং  করা হয়।  

ব্লকচেকিং যে রেলওয়ে জংশন স্টেশনে চালানো হয়- স্টেশনগুলো হলো- ঈশ্বরদী রেলওয়ে জংশন, পার্বতীপুর রেলওয়ে জংশন, সান্তাহার রেলওয়ে জংশন ও রাজবাড়ি।  

যাত্রীবাহী ট্রেনগুলো হলো- আন্তঃনগর রূপসা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযানে টিটিই'জ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন- ঈশ্বরদী জংশন স্টেশনের সিনিয়র ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল মাবুদ, খুলনার ট্রাফিক ইন্সপেক্টর শামিমুর রহমান, পার্বতীপুরের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান রাজবাড়ির জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান শামীম।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঈশ্বরদীর আব্দুল হালিম বিশ্বাস মিঠু, বরকতউল্লাহ আল-আমিন, আলিমউল্লাহ বাবু, রবিউল ইসলাম, খুলনার অরূপ জ্যোতি মণ্ডল, এনায়েত উর রহমান, পার্বতীপুরের আশরাফুল ইসলাম রাসেল, সুরঞ্জিত চন্দ্র সরকার প্রমুখ।

এসময় রেলওয়ে জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পরিচালক রেলওয়ে কর্মচারী উপস্থিত ছিলেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে যাওয়া-আসা আন্তঃনগর ট্রেনের ১২ জোড়া ট্রেনে ব্লকচেকিং অভিযান চালানো হয়। এসময় ২৪টি ট্রেনের ২ হাজার ৫২৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ৪ লাখ ৫১ হাজার ৩৪০ টাকা, জরিমানা ১ লাখ ৯৬ হাজার ৪১০ টাকা, সর্বমোট ৬ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।