ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রপ্তানির পোশাক মাঝপথে চুরি, পরে বিদেশে পাচার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
রপ্তানির পোশাক মাঝপথে চুরি, পরে বিদেশে পাচার!

ঢাকা: এনভয় গ্রুপের অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের রপ্তানির জন্য চট্টগ্রাম পোর্টে পাঠানো পোশাকের ৩০-৩৫ শতাংশই চুরি হয়ে যেতো। পথে কাভার্ডভ্যান থেকে চুরি করা এসব পোশাক আফ্রিকা, নেপালে পাচারসহ বিক্রি করা হতো দেশীয় মার্কেটেও।

এ চক্রের সঙ্গে কিছু গাড়িচালক, অসাধু বায়ার ও সিঅ্যান্ডএফের ব্যক্তিরা জড়িত। সম্প্রতি চুরির বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে দায়ের করা একটি মামলার তদন্তে এমন তথ্য বেরিয়ে আসে।

তদন্তের ধারাবাহিকতায় শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো.সবুজ (৩০), মো. মোতাহার হোসেন (৩৮), মো. হানিফ (৩৭), মো.নজরুল ইসলাম (২০) ও মো.আবুল কাশেম (২১)।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

হাফিজ আক্তার বলেন, সম্প্রতি তৈরি পোশাক রপ্তানির জন্য ঢাকা থেকে চট্টগ্রাম পাঠাচ্ছিল অ্যাপারেলস নামে একটি প্রতিষ্ঠান। পথে কাভার্ডভ্যান থেকে তাদের ৫৩ হাজার পোশাক চুরি হয়ে যায়। প্রায় ৬০ লাখ টাকার পোশাক চুরির ঘটনায় ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। এই ঘটনায় ডিবির গোয়েন্দা মতিঝিল বিভাগ ছায়া তদন্ত শুরু করে।

অনুসন্ধানকালে একটি সংঘবন্ধ চোর চক্রের সন্ধান পাওয়া যায়। যারা প্রতিদিন একাধিক রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যান থেকে পথে চালক ও গাড়ির মালিকের যোগসাজসে কৌশলে কার্টন থেকে পণ্য চুরি করে।

তিনি বলেন, রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কৌশলে কাভার্ডভ্যানের কার্টন থেকে চুরি করে পুনরায় কার্টনগুলো হুবহু আগের মত করে গাড়ি ছেড়ে দেয়। পরবর্তীতে গাড়ির চালক গাড়িটি নির্ধারিত স্থানে পৌঁছে দেয়। বিদেশি ক্রেতারা পণ্য কম পাওয়ায় দেশের উৎপাদিত পোশাক কারখানাকে দায়ী করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে গার্মেন্টস খাত। রপ্তানি আয়ের মূল খাত এই গার্মেন্টস ব্যবসার উপর দেশের প্রায় ২ কোটি লোকের জীবিকা নির্ভর করে। সাম্প্রতিক সময়ে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য চুরির ফলশ্রুতিতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি বিদেশি ক্রেতা হারাতে হচ্ছে। যা এ খাতকে চ্যালেঞ্জের মধ্য দিচ্ছে।

এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, চক্রের সঙ্গে জড়িতদের বিষয়ে অধিকতর তথ্য জানতে গ্রেফতারদের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।