ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামী-সন্তানকে কুপিয়ে হত্যাচেষ্টা, গৃহবধূ কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
স্বামী-সন্তানকে কুপিয়ে হত্যাচেষ্টা, গৃহবধূ কারাগারে শারমিন খাতুন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ৮ মাস বয়সী শিশু সন্তান ও স্বামীকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে শারমিন খাতুন নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার গৃহবধুকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম পাঠানো হয়েছে।

এর আগে ঘটনার পর শনিবার দিনগত রাতে স্থানীয় গ্রামবাসীরা ঐ গৃহবধূকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করে।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর মধ্যপাড়া শালুর মোড় এলাকায় স্বামী সোহেল রানার বাড়িতে এই হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।  

জানা যায়, উপজেলার কাউনিয়ার চর মধ্যপাড়া গ্রামের সাহেব মিয়ার ছেলে সোহেল রানার (২৬) সঙ্গে শৌলমারী ইউনিয়নের বাউসমারী গ্রামের সাহাজুদ্দীনের মেয়ে শারমিন খাতুনের (২০) গত দুই বছর আগে বিয়ে হয়। তাদের শান্ত মিয়া নামের (৮ মাস) বয়সী ছেলে রয়েছে।

কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসার জের ধরে শনিবার সন্ধ্যার দিকে গৃহবধু শারমিন তার সন্তান শান্তকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে। স্বামী সোহেল রানা সন্তানকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও এলোপাতারি আঘাত করে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে সোহেল রানা ও সন্তান শান্তকে আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। রাতেই আহতদের আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বাংলানিউজকে জানান, গৃহবধু শারমিনের নামে মামলা দিয়ে রোববার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।