ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামী নিখোঁজ হওয়ার খবরে মারা গেলেন স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
স্বামী নিখোঁজ হওয়ার খবরে মারা গেলেন স্ত্রী সিরাজগঞ্জের মানচিত্র

সিরাজগঞ্জ: স্বামী নিখোঁজ হওয়ার কথা শুনে মর্জিনা খাতুন (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  রোববার (১৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত মর্জিনা খাতুন ওই গ্রামের বাচ্চু শেখের (৫৫) স্ত্রী। এদিকে স্বামী বাচ্চু শেখ নিখোঁজ হওয়ার বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  

স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন জানান, বাচ্চু শেখ একই এলাকার উলিপুর গ্রামের একটি পুকুরের রক্ষণাবেক্ষণের (পাহাদার) কাজে 
নিয়োজিত ছিলেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি ওই পুকুর পাহারা দেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় আজ রোববার সকালে পুকুরের পাশে একটি নৌকায় বাচ্চু শেখের জুতা ও মাফলার দেখতে পেয়ে তার স্ত্রী মর্জিনা খাতুন বুকে ব্যথা উঠে মারা যান।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানিয়েছেন, বাচ্চু শেখ নামে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। পুলিশ তার সন্ধান পেতে কাজ করছে। আজ সকালে তার স্ত্রী মারা যাওয়ার খবর শুনেছি।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।