ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ট্রাকচাপায় ভ্যান যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জলঢাকায় ট্রাকচাপায় ভ্যান যাত্রী নিহত  প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালীতে ট্রাকের ধাক্কায় হাফিজার রহমান নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার টেঙ্গনমারী-মীরগঞ্জ সড়কের কালকেওট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাফিজার কাঠাঁলি ইউনিয়নের পশ্চিম কাঁঠালি নয়াহাট এলাকার আছি উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, টেঙ্গনমারী বাজার থেকে ভ্যানে করে মীরগঞ্জ যাচ্ছিলেন হাফিজার। কালওকেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে মারা যান।  

মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।