ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে লেপ-তোষকের দোকানে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
নবাবগঞ্জে লেপ-তোষকের দোকানে আগুন

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের বাগমারা বাজার সংলগ্ন রাজপাড়া সড়কের পাশে বিসমিল্লাহ্ বেডিং স্টোর নামে একটি লেপ-তোষকের দোকানে আগুন লেগে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে এক পথচারী কাজে যাচ্ছিলেন। এসময় বাগমারা বাজার সংলগ্ন বিসমিল্লাহ বেডিং স্টোরের সামনে গেলে দোকানটিতে আগুন দেখে চিৎকার দেন। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে দোকানটির ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বিসমিল্লাহ্ বেডিং স্টোরের মালিক হাসান মিয়া বাংলানিউজকে জানান, সারা বছর টুকটাক ব্যবসা করি শীতের মৌসুমে ভাল ব্যবসা হয়। আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। আমি নতুন করে আবার কোথায় ব্যবসার জন্য চালান পাবো। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা বলে দাবি করেন তিনি।

নবাবগঞ্জ থানার দায়িত্ব কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ভজন রায় বাংলানিউজকে জানান, বিষয়টি কেউ থানায় অবহিত করেননি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।