ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অভিযান শুরুর পরই সব ওষুধের দোকানে তালা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
অভিযান শুরুর পরই সব ওষুধের দোকানে তালা! ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৩টি ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফার্মেসি তালাবদ্ধ করে পালিয়ে যান বাজারের অন্তত ২০ জন ওষুধ বিক্রেতা।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরটির হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযানে সহায়তা করে।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে গ্যানিংগঞ্জ বাজারের হক ফার্মেসিকে ৬ হাজার, মোহন ফার্মেসি ৪ হাজার ও অসীম মেডিসিন সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার আইন অমান্য করায় আয়োজন ইলেক্ট্রনিক্সকে ৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

ব্যবসায়ীরা জানান, গ্যানিংগঞ্জ বাজারে ৩০/৩৫টি ফার্মেসি রয়েছে। একটি ফার্মেসিতে অভিযানের খবর পেয়ে বাজারের অন্তত ২০টি ফার্মেসি তালাবদ্ধ করে ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে অভিযান শেষ হলে ফার্মেসি খোলেন ব্যবসায়ীরা।

ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বাংলানিউজকে বলেন, ওষুধের দোকানগুলোতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।