ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের দিপু ইসলাম

নওগাঁ: নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. দিপু ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সামছুর রহমান চান্দা (৪২) নামে আরও একজন।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার জোকাহাট-ফতেপুর সড়কের দাসপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিপু বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলোনী এলাকার সাইফুল ইসলামের ছেলে। আর আহত চান্দা মান্দার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকরামপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মান্দার জোঁকাহাট উচ্চ বিদ্যালয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন দিপু। সোমবার দুপুরে দিকে নির্মাণ সামগ্রী নেওয়ার জন্য একটি মোটরসাইকেলে দিপু ও চান্দা ফতেপুর বাজারে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দিপু ইসলাম নিহত হন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনাস্থল থেকে দিপুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত সামছুর রহমান চান্দাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বিকেল সাড়ে ৪টার দিকে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর ঘটনায় একটি ইউইডি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।