ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিষের স্বাদ নিয়ে ছিল কবিরের আগ্রহ, অবশেষে…

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
বিষের স্বাদ নিয়ে ছিল কবিরের আগ্রহ, অবশেষে…

কেরানীগঞ্জ: লোকে বলে 'যে যা জপে তাই ঘটে'। এমনই এক ঘটনা ঘটেছে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামে।

স্থানীয় জয়নাল মিয়ার ছেলে কবির হোসেন (৪০)। বিষের স্বাদ কেমন হয় তা নিয়ে ছিল খুব আগ্রহ। অবশেষ সেই স্বাদ নিয়েই মারা গেলেন কবির।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে অতিরিক্ত ঘুমের টেবলেট ও বিষ পান করে অবশেষ মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।

জানা গেছে, কবির চার মেয়ের জনক। তিনি নেশায় আসক্ত ছিলেন। বাড়িতে প্রায়ই তিনি বিষ আনতে।  

ওই দিন বিষের জ্বলায় ছটফট করছিলেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরের মা হোসনে আরা বলেন, ছেলে নেশাগ্রস্ত ছিল। নেশার টাকার জন্য মাঝে মধ্যেই বাসায় বকাবকিও করতো। এর আগেও পাঁচবার বিষের বোতল বাড়িতে নিয়ে এসেছে সে। কিন্তু তাকে পান করতে দেওয়া হয়নি। কিন্তু শেষ রক্ষা হলো না।

অন্যদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় কবিরের স্ত্রী।

তিনি বলেন, বিষ পান করে স্বামীর মৃত্যু হয়েছে। এখন চার মেয়ের ভবিষ্যত নিয়ে আমি চিন্তিত।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।