ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কালিরবাজারে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

আহতরা হলেন—সায়মন (২৫), প্রভু সাহা (৩৩), হালি মোল্লা (৩৭), আসলাম (৩৫), ইয়াদির (২৫), ইউনুস, কাদের (২৩) ও খালেদা (৩০)।

আহত প্রভু সাহা বলেন, হঠাৎ লিন্ডা অক্সিজেনের সামনে বিপরীতমুখী একটি দ্রুতগামী অটোরিকশা আমাদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে দুটি অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশাতে থাকা সবাই মারাত্মকভাবে আহত হই। আমাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) জাহাঙ্গীর জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ