ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতন: স্বামীসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতন: স্বামীসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহাজদপুরে গুলনাহার পারভিন মিনু (৩০) নামে এক গৃহবধূর চুল ও ভ্রু কেটে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামীসহ তিন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ভোরে র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে ঢাকার সাভার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নির্যাতিত গৃহবধূর স্বামী শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামে মৃত আব্দুর রশিদের ছেলে মো. মেহেদী সুজন (৪৩) ও তার ভাই মো. সুমন (৩৫) ও তার মা ময়না (৫৫)।  

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপিত্তে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২-এর  উপ অধিনায়ক মেজর মো. মুশফিকুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রায় ১৫ বছর আগে গার্মেন্টসকর্মী মেহেদী হাসান সুজনের সঙ্গে বিয়ে হয় গুলনাহার পারভীন মিনুর। বিয়ের পর থেকেই গুলনাহার পারভীন মিনু স্বামীর সংসারে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে আসছিলেন। তাদের ঘরে দুটি কন্যা সন্তানও জন্ম নেয়। চাকরির সুবাদে তারা স্ব-পরিবারে ঢাকায় অবস্থান করতেন। গত ৩ ডিসেম্বর পরিবারসহ শাহজাদপুরে বেড়াতে আসেন সুজন। ১৫ ডিসেম্বর পারিবারিক কলহের জের ধরে গুলনাহার মিনুকে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন করার এক পর্যায়ে মাথার চুল ও চোখের ভ্রু কেটে দেন স্বামী সুজন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ ডিসেম্বর গুলনাহারের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি র‌্যাবের নজরে এলে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ