ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
ঈশ্বরদীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা 

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে দুষ্কৃতকারীর ধারালো অস্ত্রের আঘাতে শারমিন শিলা (৩২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনসিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শারমিন ঈশ্বরদী পৌরসভা এলাকার আকবরের মোড় মশুড়িয়াপাড়ার মৃত রহমত আলীর মেয়ে। তিনি দাশুড়িয়া মুনসিদপুর এলাকার ব্যবসায়ী রানাউর রহমানের স্ত্রী।  

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

জানা যায়, সকালের দিকে রান্না করছিল গৃহবধূ শারমিন। এ সময় বাড়িতে লোকজন না থাকায় পূর্বশত্রুতার জের ধরে সবার অগচরে চারতলা প্রবেশ করে দুষ্কৃতকারী। রান্না ঘরে ঢুকে রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। শারমিন নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌঁড়ে বাড়ির ছাদে আশ্রয় নেন। দুষ্কৃতকারী সেখানে গিয়েও তাকে কোপাতে থাকে। এ সময় শারমিনের চিৎকার শুনে দৌঁড়ে ছাদে যান বাড়ির নিচে থাকা স্বামী রানাউর। পরে রানাউরের সঙ্গে দুষ্কৃতকারীর ধ্বস্তাধস্তিতে শুরু হয়। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যায় ওই দুষ্কৃতকারী। স্থানীয়রা ওই দুষ্কৃতকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পূর্ব শত্রুতা জেরে এ ঘটনায় কিনা তা খতিয়ে দেখে আটক দুষ্কৃতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।