ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে র‌্যাব পরিচয় দেওয়া ৫ প্রতারক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
গাজীপুরে র‌্যাব পরিচয় দেওয়া ৫ প্রতারক আটক  আটক পাঁচ প্রতারক

গাজীপুর: গাজীপুরে র‌্যাব পরিচয় দেওয়া ৫ প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১ এর সহকারি পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে সোমবার (২০ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের জ্যাকেট, ভুয়া র‌্যাব আইডি, নৌ-বাহিনীর ইউনিফর্মসহ বিভিন্ন সামগ্রী ও নগদ টাকা জব্দ করা হয়েছে।  

আটকরা হলেন- পাবনার মো. নাজমুল হোসেন (২৬), টাঙ্গাইলের মো. নাহিদ হাসান (২৪), ঢাকার মো. তাজুল ইসলাম (৫০), কুমিল্লার মো. সুমন মিয়া (২৮) ও গাজীপুরের সুচিত্র রবিদাস (২৬)।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায় বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের অষ্টম তলা ভবনের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়।  
এ সময় ওই পাঁচ প্রতারককে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ২টি খেলনা পিস্তল, ২টি পিস্তলের কভার, ২টি র‌্যাব জ্যাকেট, ৪টি ভুয়া র‌্যাব আইডি কার্ড, ১টি নৌ বাহিনীর ইউনিফর্ম, ৩টি নৌ বাহিনীর ফরমেশন সাইন, ১টি চাকু, ১টি ল্যাপটপ, ৫টি ম্যানিব্যাগ, ৪টি ব্ল্যাংক চেক, ১টি ৫ লাখ টাকার চেক, ৮টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৭০০ টাকা, ১টি টেন্ডার তদারকির নথি এবং জমিজমা ও টাকা উদ্ধার সংক্রান্ত দলিল/স্ট্যাম্প জব্দ করা হয়।  

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা নিজেদের র‌্যাব পরিচয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছিল। অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বিচার সালিশের রায় নিজেদের পক্ষে নিয়ে আসতেন। এই চক্রটি জমি ও টাকা উদ্ধার, বিভিন্ন সরকারি/বেসরকারি খাতের টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। এছাড়াও তারা নিজেদের ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এই চক্রটি সাধারণ মানুষের জমি, আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের সমাধানের নাম করে তাদের কাছ থেকে ভুয়া স্ট্যাম্পে স্বাক্ষর নিত।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১ 
আরএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।