ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষকের ৩৯০টি ফলন্ত পেঁপে গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
কৃষকের ৩৯০টি ফলন্ত পেঁপে গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মাগুরা: মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের চপল মোল্যা নামে এক কৃষকের ৩৯০টি ধরন্ত পেঁপে গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটায় তারা।

 

এই পেঁপে গাছ থেকে চলতি বছরসহ আগামী ৩ বছরে ১৫ লক্ষাধিক টাকার পেঁপে বাজারে বিক্রি করতে পারতেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক চপল মোল্যা।

কৃষক চপল মোল্যা জানান, গত বছর বাবলু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ২ বিঘা জমি ইজারা নিয়ে তিনি ১ হাজার ৮০০টি পেঁপের চারা রোপণ করেন। এ বছরই গাছে প্রথম পেঁপের ফলন এসেছে। জমির ইজারা মূল্যসহ ২ বিঘা জমিতে পেঁপে চাষে তার এ পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। এ পর্যন্ত ৫০ হাজার টাকার পেঁপে তিনি বিক্রি করেছেন। চলতি বছরসহ আগামী ৩ বছরে তিনি এই ক্ষেত থেকে ১৫ লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছিলেন। ৩৯০টি ধরন্ত পেঁপে গাছ কেটে দেওয়ায় তার গড়ে ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হলো। পাশাপাশি বাকি গাছগুলোর নিরাপত্তা নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন।  

চপল মোল্যা আরও জানান, কারা তার সঙ্গে এ রকম শত্রুতা করলো সেটি তিনি বুঝতে পারছেন না। তবে জমি ইজারার বিষয় নিয়ে স্থানীয় দুই একজনের সঙ্গে তার কিছুটা বিরোধ হয়েছিল। তিনি এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, স্থানীয় বিট পুলিশকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।