ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাট প্রেসক্লাবের নিহার সভাপতি, বাকি সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
বাগেরহাট প্রেসক্লাবের নিহার সভাপতি, বাকি সম্পাদক

বাগেরহাট: বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি নিহার রঞ্জন সাহা সভাপতি ও দৈনিক ভোরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি মো. আব্দুল বাকি তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিজয়ী বাকিরা হলেন- সহ-সভাপতি ডিবিসি টেলিভিশনের ইসরাত জাহান, সহ-সাধারণ সম্পাদক দৈনিক রাজপথের দাবির শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক আরটিভির এস এম শামসুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক ভোরের আকাশ এস এম রাজ। এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে বাংলাদেশ প্রতিদিনের শেখ আহসানুল করিম, দৈনিক সমকাল ও পূর্বাঞ্চল পত্রিকার মো. দেলোয়ার হোসেন, এনটিভির তরফদার রবিউল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফকির হাসান আলী, বাংলানিউজ২৪.কম এর এস এস সোহান, দৈনিক আজকালের খবর পত্রিকার আল আমিন খান সুমন নির্বাচিত হয়েছেন। আর তথ্য প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে বাগেরহাট প্রেসক্লাবের ৪০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ামীন আলী।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।