ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুকে দিয়েই বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে পারি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
‘বঙ্গবন্ধুকে দিয়েই বিশ্বে বাংলাদেশকে পরিচিত করতে পারি’

ঢাকা: ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছাড়া বাঙালি জাতির কোনো প্রতীক ছিল না। একটি জাতি তৈরির অভিপ্রায়ের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুকে দিয়েই আমরা সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করতে পারি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত মিলনায়তনে এক সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মুজিব’স বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী।  

তিনি বলেন, ১৯৭১ সালে একটি জাতি তৈরির অভিপ্রায়ের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই দুঃসময়ের কঠিন দিনগুলোতে মুক্তিযোদ্ধারা মরণপণ যুদ্ধ করছিল একটি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে। সেসময় একমাত্র প্রতীক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে কারণেই ‘মুজিব’স বাংলাদেশ’। বঙ্গবন্ধুকে দিয়েই আমরা সারা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করতে পারি।

তিনি আরও বলেন, মার্চ আমাদের মুক্তি ও স্বাধীনতার মাস। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে অনেক নির্দেশনা দিয়েছিলেন। বাঙালি তার (বঙ্গবন্ধু) নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। বিচারপতি ও প্রশাসকরা সচিবালয়ে বসেননি। এমনকি ব্যাংক-বীমা সবকিছু বন্ধ ছিল। পৃথিবীর ইতিহাসে একটি উদাহরণও দেখানো যাবে না, একটি জাতি নেতার ভাষণে জেগে উঠেছিল। দেশের সমস্ত জাতির স্বপ্ন ও  আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধুর কথা বাঙালি জাতি পালন করে। সে মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিলেন মুকুটহীন বাঙালি। একক নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে জাগিয়ে তুলেছিলেন এরকম উদাহরণ বিশ্বের আর কোনো দেশে নেই।

লেখক খন্দকার মোহাম্মদ ইলিয়াসের কথা উল্লেখ করে তিনি বলেন,  লেখক ইলিয়াস বঙ্গবন্ধুর কাছে জানতে চেয়েছিলাম, পৃথিবীতে অনেক জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে, সব জাতীয়তাবাদী আন্দোলনের ইতিবাচক পথে গেছে তা কিন্তু নয়। বঙ্গবন্ধু জবাবে বলেছিলেন, ‘আমার জাতীয়তাবাদ হচ্ছে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জাতীয়তাবাদ। আমার জাতীয়তাবাদ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদ। ’ সে কারণেই শ্রমিক, কৃষক ও সব জনগোষ্ঠীর মানুষ এই এক পতাকাতলে সমবেত হয়েছে। তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, এর মাধ্যমে একদিন বিশ্ব মানবিকতায় আমরা পৌঁছে যাব।

ড. কামাল আবদুল নাসের চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন অসম্প্রদায়িক বাংলাদেশ। একই সঙ্গে চেয়েছিলেন এই বাংলাদেশে হবে সাধারণ মানুষের বাংলাদেশ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, একুশে পদকপ্রাপ্ত নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি তারিক সুজাত, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএমআই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।