ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুন করে চিল্লায় আত্মগোপনে যান খুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
খুন করে চিল্লায় আত্মগোপনে যান খুনি

ঢাকা: কিশোরগঞ্জ সদর এলাকার চাঞ্চল্যকর ও ক্লু-লেস ব্যবসায়ী রমিজ উদ্দীন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ঘটনায় চিল্লারত অবস্থায় আত্মগোপনে থাকা খুনি মুয়াজ্জিন জাকির হোসেনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সম্প্রতি কিশোরগঞ্জ সদর এলাকায় ব্যবসায়ী রমিজ উদ্দীনকে হত্যা করে পালিয়ে যান মুয়াজ্জিন জাকির হোসেন। এ ঘটনায় ছায়া তদন্তের ধারাবাহিকতায় চিল্লারত অবস্থায় মুয়াজ্জিন জাকির হোসেনকে লক্ষ্মীপুরের রামগতি থেকে আটক করা হয়।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।