ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরাইলে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
সরাইলে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু সরাইলে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে জামান মিয়া নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউপির ভোলাচং গ্রামের আরফুজ মিয়ার ছেলে।

খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত নামে একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে ইসলামাবাদ নামক এলাকায় আসলে বাসের দরজায় থাকা হেলপার জামান মিয়া ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় ওই বাসের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।