ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহুবলে চাচার হাতে ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
বাহুবলে চাচার হাতে ভাতিজা খুন

হবিগঞ্জ: বাহুবলে পারিবারিক বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার সুখচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফারিয়াব আখঞ্জি। তিনি সুখচর গ্রামের মুন্না আখঞ্জীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফারিয়াবের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার আপন চাচা আব্দুল খালেদ আখঞ্জীর বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফারিয়াবের স্ত্রীকে মারপিট করেন আব্দুল খালেদ। এনিয়ে ঝগড়া হলে আব্দুল খালেদ তার ভাতিজা ফারিয়াবের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে আহত ফারিয়াবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান বাংলানিউজকে জানান, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। আব্দুল খালেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।