ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে শীতবস্ত্র হস্তান্তর করলো শেখ রাসেল ক্রীড়া চক্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
মানিকগঞ্জে শীতবস্ত্র হস্তান্তর করলো শেখ রাসেল ক্রীড়া চক্র

মানিকগঞ্জ: মানিকগঞ্জে অসহায় শীতার্তদের মধ্যে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে।  

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় ১৫০০ কম্বল পুলিশ সুপারের কাছে হস্থান্তর করা হয়।

 

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসব কম্বল হস্তান্তর হয়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান এসব শীতবস্ত্র গ্রহণ করেন। শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে শীতবস্ত্র হস্তান্তর করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার)  হোসাইন মুহাম্মদ রায়হান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা।

মাহবুবুর রহমান জনি জানান, ‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় আজ এসব কম্বল পুলিশ সুপারের কাছে হস্থান্তর করা হয়। ’

তিনি আরও জানান, ‘শেখ রাসেল ক্রীড়া চক্রের মাধ্যমে শীতার্তদের মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। ’ 

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।