ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে পিকআপ ভ্যানচাপায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
নাঙ্গলকোটে পিকআপ ভ্যানচাপায় কিশোরের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির সংরক্ষিত মহিলা সদস্য তালগাছ প্রতীকের প্রার্থী শরিফা বেগমের নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে পিকআপ ভ্যানচাপায় শাকিবুল ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) নাঙ্গলকোট-ঢালুয়া-চিওড়া বিশ্বরোড সংযোগ সড়কের চান্দাইশ আলিম মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিবুল ইসলাম মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। এ সময় প্রার্থী শরিফা বেগমের বড় ছেলে শহিদুল ইসলাম (২২) ও ছোট ছেলে নাফিস (১২) আহত হন। গুরুতর আহত শহিদুল ইসলামকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পিকআপভ্যানসহ চালক জুয়েলকে (২৬) আটক করেছে। তিনি উপজেলার আদ্রা গ্রামের আবুল খায়েরের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, উপজেলার গোমকোট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে শাকিবুল ইসলাম মৌকরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য শরিফা বেগমের বড় ছেলে ব্যাটারি চালিত অটোরিকশা চালক শহিদুল ইসলাম ও ছোট ছেলে নাফিসকে নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্নস্থানে নির্বাচনী পোস্টার লাগাতে থাকেন। এক পর্যায়ে তারা নাঙ্গলকোট-ঢালুয়া-চিওড়া বিশ্বরোড সংযোগ সড়কের চান্দাইশ মাদরাসা সংলগ্ন স্থানে এলে বিপরীত থেকে আসা একটি পিকআপভ্যান তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিবুল মারা যায়।  

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খন্দকার বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।