ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি করিব, সম্পাদক পিকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি করিব, সম্পাদক পিকুল

ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন-২০২১-২০২২ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী।

এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অনলাইন সংবাদমাধ্যম ফাস্টবিডিনিউজ২৪ডটকমের সম্পাদক শেখ ফয়েজ আহম্মেদ, সহ-সভাপতি এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, সহ-সভাপতি দৈনিক খবরপত্র ও দি রিপোর্ট২৪ডটকমের ফরিদপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি মাহাবুবুল ইসলাম পিকুল, সহ-সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক দেশ রূপান্তরের ফরিদপুর প্রতিনিধি শেখ মফিজুর রহমান শিপন, অর্থ সম্পাদক পদে জিটিভির ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ঢাকা রিপোর্টের প্রতিনিধি মো. আসাদুল হক আসাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বর্তমান সময়ের আবিদুর রহমান নিপু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক কানাইপুর বার্তার প্রকাশক ও সম্পাদক মো. জাহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রতিনিধি মো. মুইজ্জুর রহমান রবি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), ক্রীড়া সম্পাদক পদে ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের রানারের প্রতিনিধি মানিক কুমার দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দীপ্ত টিভির ফরিদপুর প্রতিনিধি এস.এম. মাসুদুর রহমান তরুণ, এশিয়ান টিভির ফরিদপুর প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, বুদ্ধিযুদ্ধ পত্রিকার সম্পাদক এস এম জাহিদ, চ্যানেল২৪ ও সমকাল প্রতিনিধি হাসানুজ্জামান, বৈশাখ নিউজ ডটকমের সম্পাদক রুহুল আমিন, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম আনজু বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।