ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশা: দাঁড়ানো ট্রাককে ধাক্কা দিয়ে আরেক ট্রাকের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ঘন কুয়াশা: দাঁড়ানো ট্রাককে ধাক্কা দিয়ে আরেক ট্রাকের চালক নিহত

দিনাজপুর: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রাণ হারিয়েছেন আরেক ট্রাকের চালক আক্তার হোসেন (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগীসহ দু’জন।

ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা।  

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর-গুচ্ছগ্রাম এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিরাহিমপুর এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোরে দিনাজপুর থেকে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক ব্যক্তি তার বাড়ির মালপত্র নিয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রাকটি ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে পথে বিরাহিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাজশাহীগ্রামী ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন তার সহকারী ও মালপত্রের মালিক। তাদের নাম জানা যায়নি।

পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালপত্রের মালিককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইইডি) করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।