ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ

ঢাকা: রাজধানীর শ্যামলীতে একটি আবাসিক হোটেল থেকে সোহেল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোহেল নোয়াখালীর সদর থানার খাটিয়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহেল দুই-তিন আগে শ্যামলীর খিলজি রোডের আল-হাসান আবাসিক হোটেলে ওঠেন। বুধবার সকাল থেকে তার কক্ষের দরজা বন্ধ থাকায় রাতে হোটেলের কর্মচারীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে দেখা যায় তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে মরদেহটি উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই যুবকের মোবাইল থেকে নম্বর সংগ্রহ করে তার বাবার সঙ্গে কথা বলেছি। তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।