ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড, দ্রুত নির্বাপন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
সচিবালয়ে অগ্নিকাণ্ড, দ্রুত নির্বাপন সচিবালয়ে অগ্নিকাণ্ড, দ্রুত নির্বাপন

ঢাকা: মাটির নিচে গ্যাস পাইপ লিকেজ থেকে সচিবালয়ের উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে দ্রুত আগুন নির্বাপন করেন।

এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের ক্লিনিক ভবনের পেছনে গণমাধ্যমকেন্দ্রের সামনে সচিবালয়ের উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেষে আগুন জ্বলতে দেখেন কয়েকজন সাংবাদিক। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।  

সচিবালয় ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে দ্রুত আগুন নেভানো হয়। এরপর মাটি খুঁড়ে দেখা যায়, গ্যাস পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। মাত্রা অল্প হলেও সেখানে আগুন লাগে।  

এ বিষয়ে সচিবালয়ের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুন লেগেছিল। আপাতত আমরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দিয়েছি। গ্যাস লাইনও বন্ধ করা হয়েছে। এখন আর কোনো ঝুঁকি নেই। তিতাসের কর্মীদের ডাকা হয়েছে। তারা এলে পাইপের লিকেজ মেরামত করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
জিসিজি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।