ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে ভ্রমণ, ৬২৮ ট্রেন যাত্রীর ভাড়াসহ জরিমানা আদায়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
বিনা টিকিটে ভ্রমণ, ৬২৮ ট্রেন যাত্রীর ভাড়াসহ জরিমানা আদায় সিল্কসিটি ট্রেনে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুরুল হক।

পাবনা (ঈশ্বরদী): বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে চার জোড়া আন্তঃনগর ট্রেনের ৬২৮ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক দফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লাখ ২৫ হাজার ৮৬০ টাকা রাজস্ব আয় হয়েছে।

 

শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) এ কে এম নুরুল আলম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন রেলওয়ে ঢাকা রুটে ৮টি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে আকস্মিকভাবে ব্লকচেকিং অভিযান চালানো হয়।  

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিকিক পরীক্ষক গোলাম কিবরিয়া, আব্দুল আলিম বিশ্বাস মিঠু, এসএম আবু সুফিয়ান, নাসির উদ্দিন, মার্টিন জয় মণ্ডল, মোস্তাফিজুর রহমান রানা, সুমন চন্দ্র সরকার ব্লক চেকিং পরিচালনা করেন।  

অভিযান চালানো আন্তঃনগর ট্রেনগুলো হলো- ঢাকা থেকে আসা যাওয়া ৭৫৪ /৭৫৩ নাম্বার রাজশাহী-ঢাকা-রাজশাহীগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস, ৭৬৩/৭৬৪ নাম্বার খুলনা-ঢাকা-খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকা-দিনাজপুরগামী আন্তঃনগর ৭০৫/৭০৬ একতা এক্সপ্রেস, ৭৭১/৭৭২ রংপুর-ঢাকা-রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, এ কে এম নুরুল আলম বাংলানিউজকে জানান, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার দায়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর চার জোড়া ট্রেনে ব্লকচেকিং অভিযান চালানো হয়। আটটি আন্তঃনগর ট্রেনের ৬২৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ১ লাখ ৫৩ হাজার ৪৩০ টাকা ও জরিমানা ৭২ হাজার ৪৩০ টাকা, সর্বমোট ২ লাখ ২৫ হাজার ৮৬০ টাকা রাজস্ব আয় হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।