ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পাহাড় ধস রোধে ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
রাঙামাটিতে পাহাড় ধস রোধে ক্যাম্পেইন মানববন্ধন

রাঙামাটি: রাঙামাটিতে পাহাড় ধসের ওপর দুই দিনব্যাপী ওয়ার্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ডিসেম্বর) বিকেলে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ক্যাম্পের সমাপ্তি ঘটে।

দুই দিনব্যাপী ক্যাম্পে ৪টি জেলার রোভার স্কাউটস এর ৫০জন প্রতিনিধিকে নিয়ে পাহাড় ধস রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।

ওয়ার্ক ক্যাম্পে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার ও ওয়ার্কশপ পরিচালক মো. শাহীন, স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার মো. মশিউর রহমান, যুগ্ম সম্পাদক ড. কে এম এম সোহেল, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. বেলাল, চট্টগ্রাম জেলা রোভার স্বাউটস এর ডি আর এস এল মো. এনাম, রাঙামাটি জেলা রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক নুরুল আবছার, সম্পাদক বিজন দে সংগঠনটির অন্যান্য কর্তৃপক্ষ।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্ক ক্যাম্পে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম এবং কাপ্তাই নৌ বাহিনীর স্কাউট এর ৫০ জন প্রতিনিধি অংশ নেন।

সমাপনী অনুষ্ঠান শেষে ক্যাম্পে অংশ নেওয়া রোভার স্কাউট এর সদস্যরা সড়কে দাঁড়িয়ে পাহাড় ধস প্রতিরোধমূলক ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড নিয়ে মানববন্ধন করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।