ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবা-আইসসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
ইয়াবা-আইসসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইসসহ সুশান্ত বাড়ৈ নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রমনা মডেল থানার সরকারি অফিসার্স কোয়াটার্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা জানান, একজন মাদকবিক্রেতা রমনা মডেল থানার সরকারি অফিসার্স কোয়াটার্স গুলফিশান কাহকাশানের সামনে ইয়াবা ও আইসসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবা ও আইসসহ সুশান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও ২০০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের নামে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।