ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকের নিচে আটকে ছিল মোটরসাইকেল আরোহীর দেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
ট্রাকের নিচে আটকে ছিল মোটরসাইকেল আরোহীর দেহ

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের মনিপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৪৩)। তিনি বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইউছুফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জসিম বাড়ি থেকে কুমিল্লা যাচ্ছিলেন। পেছন থেকে ট্রাকটি তাকে চাপা দেয়। এসময় তিনি ট্রাকের নিচে আটকে যান। ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে ট্রাকটি রেখে পালিয়ে যান চালক। স্থানীয়রা ট্রাকের নিচ থেকে তাকে বের করেন। এর আগেই তিনি মারা যান। নিহত জসিম উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী।  

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন,  মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।