ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩১, ১৭ জুলাই ২০২৪, ১০ মহররম ১৪৪৬

জাতীয়

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রলি খাদে, চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রলি খাদে, চালক নিহত

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সড়কে দুর্ঘটনায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ির চালক  রমজান আলী (২৬) নিহত হয়েছেন।

শ‌নিবার (জানুয়ারি ২) রাতে উপজেলার পাদ্রীশিবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, যাত্রীবাহী একটি থ্রি হুইলার এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রলি পাল্লা দিয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়ি দুটি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক নিহত হন। তার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ে‌ছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়িটি নিয়ামতি ইউনিয়নে যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়া‌রি ০২, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।