ঢাকা, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৬ জুন ২০২৩, ১৭ জিলকদ ১৪৪৪

জাতীয়

ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী: ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী।

রোববার (০২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মী ফার্মেসী নামে এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সময় সূচনা মেডিকেল হল নামে আরেকটি প্রতিষ্ঠানকেও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার টাকাসহ মোট দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তর কতৃক প্রায় ১৬টি প্যাকেট পরিবার পরিকল্পনার সরকারি ওষুধ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর ফেনীর তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশগুপ্ত, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান এবং জেলা পুলিশ লাইনের একটি দল।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa