ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

বরিশাল: বরিশালে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বাসযাত্রী নিহত এবং ১২ জন আহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি)  বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে রোববার দুপুরে পটুয়াখালীর বাউফল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাস বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ  হারিয়ে ফেলেন। এ সময় বাসটির রাস্তার পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে আঘাত লাগে। এতে রনজিৎ দাস নামে এক বাসযাত্রী নিহত ও ১২ জন আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।