ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
মোটরসাইকেল থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ফাইল ফটো

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হৃদয় মোল্লা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক নিয়ামুল হাসান।

রোববার (২ জানুয়ারি) রাতে মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
হৃদয় মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মাঝি গাতী গ্রামের নাজিম মোল্লার ছেলে। আহত নিয়ামুল হাসান একই গ্রামের শহিদুল ইসলাম মৃধার ছেলে। তারা মোটরসাইকেলে করে খুলনা থেকে গোপালগঞ্জে বাড়ি ফিরছিলেন।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, নিয়ামুল হাসান ও হৃদয় মোল্লা নামে দুই বন্ধু রোববার রাতে মোটরসাইকেলে করে খুলনা থেকে গোপালগঞ্জে বাড়ি ফিরছিলেন। পথে খুলনা-মাওয়া মহাসড়কের চাঁদেরহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের ব্রেকে সমস্যা দেখা দেয়। এসময় আরোহী হৃদয় মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।