ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৮ বছর পর বাড়ি ফিরলেন নিখোঁজ অজুফা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
১৮ বছর পর বাড়ি ফিরলেন নিখোঁজ অজুফা!

রাজবাড়ী: স্বামীর বাড়ি থেকে হারিয়ে যাওয়ার ১৮ বছর পর অজুফা বেগম (৪৮) নামে এক গৃহবধূ ফিরে এসেছেন।  

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি তার বাড়িতে ফিরে আসেন।

অজুফা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের হাকিম শেখের মেয়ে।

জানা গেছে, ১৮ বছর আগে স্বামীর বাড়ি থেকে স্বামী, চার মেয়ে, তিন ছেলে রেখে হঠাৎ করেই নিখোঁজ হন অজুফা। দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত ২৭ ডিসেম্বর অজুফার বাবা হাকিম শেখ মারা যান। বাবার মৃত্যুর সাত দিন পর স্মৃতিশক্তি হারানো অজুফা বাড়িতে ফিরে আসেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্বামী শমসের ফকিরের বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা।

অজুফার ছেলে মো. আব্বাস আলী ফকির বলেন, 'আমার মা ১৮ বছর আগে আমাদের সাত ভাই-বোনকে রেখে হঠাৎ করেই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। আমরা ধারণা করেছিলাম হয়তো মারা গেছে। আমরা মায়ের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা করছিলাম। আল্লাহ মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। '

অজুফার ছোট বোন আয়েশা বেগম হারিয়ে যাওয়া বোনকে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, 'হঠাৎ করেই নিখোঁজ হয়েছিল বোন। এখন ফিরে এসেছে। '

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ