ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাক্টরচাপায় সাইকেলআরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
কালীগঞ্জে ট্রাক্টরচাপায় সাইকেলআরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় আব্দুস সালাম (৬০) নামে এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন।
  
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কালীগঞ্জ পৌরসভার পুকুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে শহরে যাচ্ছিলেন আব্দুস সালাম। এ সময় একটি দ্রুতগামী ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুস সালামকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।